gramerkagoj
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আড়াই হাজার অসহায় পাবে জেলা প্রশাসনের ঈদ উপহার
প্রকাশ : রবিবার, ২৪ এপ্রিল , ২০২২, ০৭:৩৩:৫৮ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি: :
1650807275.jpg
প্রতিবছর রমজানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় জমজমাট ইফতারের। করোনা মহামারীর কারণে গেল দুই বছর এ আয়োজন হয়নি।এ বছর আয়োজন হওয়ার কথা থাকলেও সেটি না করে ইফতারের জন্য যে টাকা বরাদ্দ রাখা হয়েছে সেটি দিয়ে আড়াই হাজার অসহায়কে ঈদ উপহার সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।  রোববার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক।তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিনই বিভিন্ন সংগঠন আয়োজন করছে ইফতারের। সেখানে সিংহভাগ খাবার নষ্ট হচ্ছে। আমাদের একটি পরিকল্পনার মধ্যে ইফতারের আয়োজন করা উচিত৷ ইফতারের পর যে খাবারটুকু বেঁচে যায় সেগুলো সংরক্ষণ করে গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা যায়।  জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিবছর ইফতারের আয়োজন করে। করোনা ভাইরাসের কারণে দুই বছর আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর আয়োজন করার কথা ছিল। কিন্তু আমরা চেয়েছি ঈদের আনন্দ সবাই উপভোগ করি। এ বছর ইফতারের জন্য আমাদের ৬ লাখ টাকার মতো বাজেট ছিল। সেখানে আমরা আরও কিছু ভর্তুকি দিয়ে অসহায় দুই থেকে আড়াই হাজার মানুষকে ঈদ উপহার সামগ্রী প্রদান করবো।২৯ এপ্রিল নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি। 

আরও খবর

🔝