gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কীটনাশক দিতে গিয়ে খুন হলেন পল্লীচিকিৎসক
প্রকাশ : শনিবার, ২৩ এপ্রিল , ২০২২, ০৩:০৬:৫০ পিএম
রাজশাহী ব্যুরো: :
1650704840.jpg
রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান (৭০) নামে এক পল্লীচিকিৎসককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ এপ্রিল) রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের কানুজগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।নিহত মান্নান ওই গ্রামের মৃত আব্দুল করিম বখশের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহের  সুরতলহাল প্রতিবেদন তৈরির পর রাতেই থানায় নিয়ে আসে।পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান একজন পল্লীচিকিৎসক ছিলেন। উপজেলার শলুয়ার মালেকার মোড়ে  তার ওষুধের দোকান আছে। এছাড়া বাড়ির অদূরে আব্দুল মান্নানের একটি কলা বাগান ও বেগুন ক্ষেত রয়েছে। কলা ও বেগুনে পোকা দমনের জন্য মাঝে মধ্যে রাতে কীটনাশক প্রয়োগ করতে যেতেন মান্নান আলী। তারই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার আগে বাড়ি থেকে ইফতার নিয়ে ওই ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে যান আব্দুল মান্নান। পরে রাত ৮টা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে আসেননি।এদিকে দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পরে রাত ৯টার দিকে নিজ বেগুন ক্ষেতে একটি গর্তের মধ্য তাকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে দেখা যায় গলায় আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে পরিবারসহ স্থানীয়দের ধারণা কলা অথবা বেগুন চুরি করতে দেখে ফেলায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে। বেশ কিছু দিন ধরে আব্দুল মান্নানের জমি থেকে কলা ও বেগুন চুরি হচ্ছিল।স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, পরিবারের ধারণা চুরির ঘটনা দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশী তদন্তে শিগগিরই খুনের মূল রহস্য বেরিয়ে আসবে বলে জানান স্থানীয় এই জনপ্রতিনিধি।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে এসেছেন। আপাতত এই খুন সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। তারা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে বলেও উল্লেখ করেন এই পুলিশ কমকর্তা।

আরও খবর

🔝