gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজধানীতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী
প্রকাশ : শুক্রবার, ২২ এপ্রিল , ২০২২, ০৭:৩৬:০২ পিএম
ঢাকা অফিস:
1650634582.jpg
শুক্রবার সকাল থেকে রোদ থাকলেও বিকেল থেকে রাজধানীজুড়ে বৃষ্টি শুরু হয় বৃষ্টি ও দমকা বাতাস। রাজধানীর কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখীর খবরও পাওয়া যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার এমন পরিস্থিতি থাকতে পারে।বিশ্বের প্রধান আবহাওয়া বিষয়ক মডেলগুলো পর্যালোচনা করে এমনটাই দেখা গেছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকেও একই কথা বলা হচ্ছে।শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার দিকে একটি বড় মেঘমালা এগিয়ে আসছে। ঘণ্টাখানেকের মধ্যে, অর্থাৎ বিকেল তিনটা থেকে চারটার মধ্যে ওই মেঘ রাজধানীর বেশির ভাগ এলাকার আকাশ ঢেকে দিতে পারে। শুরু হতে পারে বৃষ্টি। থেমে থেমে সেই বৃষ্টি সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলতে পারে।ফলে এই বন্ধের দিনে যারা বিকেলের দিকে ঈদের কেনাকাটা করতে বের হবেন, তাদের বৃষ্টির আশঙ্কা মাথায় ছাতাসহ অন্যান্য প্রস্তুতিসহ বের হতে হবে। 

আরও খবর

🔝