gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাগুরায় প্রতিপক্ষের হামলায় আহত কবির মোল্লার মৃত্যু
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ এপ্রিল , ২০২২, ০২:৫৬:৪২ পিএম
মাগুরা প্রতিনিধি :
1650531426.jpg
সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলার কবির মোল্লা (৪০)। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বুধবার (২০ এপ্রিল) তার মৃত্যু হয়েছে।নিহত কবির মোল্ল্যা মাগুরার মহম্মদপুর উপজেলার মোবারকপুর গ্রামের রইচ উদ্দিন মোল্ল্যার ছেলে।এলাকাবাসী সুত্রে জানান যায়, মোবাকরপুর গ্রামের এক কিশোরীর শ্লীলতা হানির ঘটনা নিয়ে গত ১৬ এপ্রিল স্থানীয় আক্তার হোসেন নামে এক গ্রাম্য মাতবরের বাড়িতে সালিসি বৈঠক বসে। সে সময় বৈঠকে বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে কবির মোল্ল্যা ও তার ভাই আকবর মোল্ল্যা প্রতিপক্ষের হামলায় আহত হন। পরে তাদের দুজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কবির মোল্ল্যার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (২০ এপ্রিল) কবির মোল্লা মৃত্যু বরণ করেন।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসেন জানান, স্থানীয় মোবারকপুর গ্রামে গত ১৬ এপ্রিল একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হন কবির মোল্যাসহ বেশ কয়েকজন। পরে কবির মোল্ল্যাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আজ তার মৃত্যু হয়। সহিংসতা এড়াতে মোবারকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আরও খবর

🔝