gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিদেশে পাঠানোর টাকা নিয়ে জাল ভিসা ও টিকেট!
প্রকাশ : শনিবার, ১৬ এপ্রিল , ২০২২, ০৭:২৮:২৩ পিএম
ঢাকা অফিস:
1650115732.jpg
মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পাঠানোর কথা বলে টাকা নিয়ে একটি চক্র জাল ভিসা ও টিকেট ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে। এরপর তারা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আসলে চক্রটি ফোন বন্ধ করে ঠিকানা পরিবর্তন করে ফেলে।  র‌্যাব জানিয়েছে, রাজধানীর রামপুরা ও হাতিরঝিল থানা এলাকা থেকে এই চক্রের চারজনকে তারা গ্রেপ্তার করেছে।এই চক্রের মুলহোতা কামরুল এক নারীকে মধ্যপ্রাচ্যের পাঠানোর কথা বলে মৌলভীবাজার থেকে ঢাকা নিয়ে এসে আটকে রেখে ধর্ষণও করেছে বলে জানায় র্যাব। সেই নারী র‌্যাবকে ফোন দিলে তাকে উদ্ধার করা হয়। এরপর তারা কামরুলসহ তার আরো তিন সহযোগী খালেদ মাসুদ হেলাল, তোফায়েল আহমেদ ও  জামালকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা ও টিকেট তৈরির কম্পিউটার, ১০০টি জাল ভিসার কপি, ১৫০টি জাল টিকেট ও ২৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, এদের কাছে জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। তারা ভ্রমন ভিসায় দুবাইয়ে কিছু লোক পাঠিয়েছে যারা এখন সেখানে মানবেতর জীবন যাপন করছেন। মানুষের কাছ থেকে তাদের হাতিয়ে নেয়া টাকার পরিমান তিন কোটি বলে জানিয়েছে র‌্যাব।

আরও খবর

🔝