gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
রূপালী ব্যাংকের এজিএম পরিচয়ে প্রতারণা, একজন আটক
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৯:৪৭:২৫ পিএম
কাগজ সংবাদ:
1648482578.jpg
রূপালী ব্যাংকের বিভিন্ন শাখায় ফোন করে নিজেকে এজিএম পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে যশোর পিবিআই। আটক কুরবান আলী সিকদার কুষ্টিয়ার বাসিন্দা ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের রমজান আলী সিকদারের ছেলে। রোববার রাত ১২ টার পর কুষ্টিয়া জেলার  মিলপাড়া এলাকার  নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার এ ঘটনায় সহকারী মহাব্যবস্থাপক ও রূপালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোঃ মোস্তফা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পিবিআই সূত্র জানায়, কুরবান বিভিন্ন সময় ভুয়া বিল ভাউচার তৈরি করে প্রধান কার্যালয়ের মেইল নম্বর ব্যবহার করে আইসিটি সিস্টেম বিভাগের এজিএম পরিচয় দিয়ে রূপালী ব্যাংকের বিভিন্ন শাখায় মেইল করেন। এবং তা পরিশোধ করার তাগিদ দেন। ঠিক একইভাবে যশোর কর্পোরেট শাখাসহ ১৭ টি শাখায় এ ভুয়া ভাউচার পাঠিয়ে তাগিদ দেন। বিষয়টি জানাজানি হলে মামলা করা হয়। পিবিআই মামলাটির তদন্তের দায়িত্ব  পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করে। পরে আদালতে সোপর্দ করলে কুরবান ঘটনার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিবিআই আরও জানায়,কুরবান দেশের বিভিন্ন ব্যাংকে টোনার সরবরাহের কাজ করতেন। ওইসময় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল ভাউচার দাখিল ও লেনদেন সংক্রান্ত ধারণা হয় তার। সেখান থেকে তিনি এ ধরনের প্রতারণার সাথে জড়িয়ে যান।

আরও খবর

🔝