gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যশোরের গর্ব : ডিসি
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৮:১৩:৫৮ পিএম
কাগজ সংবাদ:
1648477426.jpg
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪শ’১১ জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, একাডেমিক ও সহপাঠ কার্যক্রমে বিদ্যালয়টি যশোরের গর্ব। সুন্দর দেশ ও পৃথিবী গঠনে এসব ছাত্রী একদিন মানবসভ্যতার নেতৃত্ব দিবে। ইতিমধ্যে এ স্কুলের অনেক ছাত্রী গান ও নৃত্যের মাধ্যমে যশোর জেলাকে সারাদেশের সামনে গর্বিত করেছে। রক্তস্নাত জন্মভূমির ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্রীদের গড়ে উঠার আহ্বান জানান তিনি। প্রধান শিক্ষক লায়লা শিরীন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন ও জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আহসান হাবীব পারভেজ। অনুষ্ঠানে ২০২১ ও ২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত একশ’৬২ এবং একশ’৪৭ ছাত্রী, ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৭ ও পিইসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৫৫ ছাত্রীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল নয়টা থেকে টানা দু’ঘণ্টা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মাতিয়ে তোলেন স্কুলের ছাত্রীরা। 

আরও খবর

🔝