gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত খৈয়া কোবরা
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৬:৫০:০৬ পিএম
বাগেরহাট প্রতিনিধি:
1648471836.jpg
বাগেরহাটের এক মৎস্যঘের থেকে একটি বিষধর খৈয়া কোবরা বা ইণ্ডিয়ান কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির বৈজ্ঞানিক নাম 'নাজা নাজা'। আর বাংলাদেশের স্থানীয় নাম খড়মপায়া বা খইয়া গোখরা। উদ্ধারের পর অক্ষত অবস্থায় সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। সোমবার (২৮ মার্চ) বিকালে বিষধর সাপটিকে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করেছে বন বিভাগ। এর আগে রোববার বিকালে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামে একটি মৎস্যঘেরে জালে আটকা পড়ে ওই সাপটি।সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, মৎস্যঘেরে সাপটি জালে আটকা পড়ার পর স্থানীয় লোকজন সেটাকে উদ্ধার করে। এর পর গ্রাম পুলিশের সহায়তায় সাপটিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও বলেন, সোমবার সাপটি করমজলে আনা হলে তারা জাল কেটে সাপটিকে বের করে সুন্দরবনে অবমুক্ত করে। সাপটি অক্ষত রয়েছে। বিষধর এই সাপটির নাম খৈয়া কোবরা। যার বৈজ্ঞানিক নাম নাজা নাজা।এ ধরনের কোবরা ভারতীয় উপমহাদেশের স্থানীয় এবং এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং দক্ষিণ নেপাল জুড়ে পাওয়া যায়। ভারতের কাশ্মীরের কিছু অংশ ছাড়াও আসাম রাজ্যে পাওয়া যায়। এর কামড়ে শ্বাসকষ্ট বা কার্ডিয়াক অ্যারেস্টের মত বিপদ দেখা দেয়। দেহে দ্রুত বিষ ছড়িয়ে যায়। দংশনের পরে পনের মিনিট এবং দুই ঘন্টার মধ্যে বিষক্রিয়ার লক্ষণগুলি প্রকাশিত হতে পারে।

আরও খবর

🔝