gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাগেরহাটের দুই উপজেলার ৬৪১ জেলে পরিবার মানবিক সহায়তা কর্মসূচি থেকে বাদ
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ০৩:১৮:১০ পিএম
বাগেরহাট প্রতিনিধি::
1648459121.jpg
বাগেরহাটের কচুয়া ও ফকিরহাট উপজেলার ৬৪১ জেলে পরিবার সরকারের মানবিক সহায়তা কর্মসূচি থেকে বাদ পড়েছে। জাটকা আহরণে নিষেধাজ্ঞাকালীন সাহায্য তালিকায় নাম না থাকায় চরম বিপাকে পড়েছেন এসব জেলে পরিবার।বাগেরহাট জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর ইলিশের বংশবৃদ্ধির জন্য ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ বন্ধ থাকে। এ সময়ে জেলেদের জীবন-জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির উদ্যোগ নেয় সরকার।এই কর্মসূচির আওতায় কর্মহীন জেলেদের নিবন্ধন অনুযায়ী জন প্রতি জেলেদের ২০ কেজি করে চার মাসে ৮০ কেজি চাল দেওয়া হয়। এ বছর জেলার ৯ হাজার ৩০০ পরিবারের অনুকূলে প্রায় ৭৪৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে তালিকা থেকে বাদ পড়েছে কচুয়া উপজেলার ৪৩৬টি এবং ফকিরহাটের ২০৫টি জেলে পরিবার।কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে আবুল হোসেন। হতাশজড়িত কণ্ঠে বলেন, চার মাসে ২০ কেজি করে চাল পেতাম, এবার তাও বন্ধ করে দিয়েছে। পরিবার-পরিজন নিয়ে না খেয়েই থাকতে হবে আমাদের। একই এলাকার জেলে লোকমান হোসেন বলেন, বগা এলাকার বেশিরভাগ মানুষই সাগরে মাছ ধরে। আমরা প্রকৃত জেলে। আমাদের বাদ দিলে, পুরো দেশের জেলেদের বাদ দেওয়া উচিত। ২০ কেজি চালে পুরো মৌসুম না চললেও কিছুদিন তো চলত। এটা বন্ধ হওয়ায় আমরা অনেক বিপদে পড়ে গেলাম।অপর এক জেলে বলেন, মাছ ধরা ছাড়া আমাদের অন্য আয়ের ব্যবস্থা নেই। আমাদের সংসাদের নারীরাও আমাদের জন্য জাল বোনে। কি আর করব সরকার যা ভালো বোঝেন, এই বলে হতাশা প্রকাশ করেন তিনি।জেলেদের জীবন-জীবিকা নির্বাহের জন্য দ্রুত তালিকাভুক্ত করে তাদের মানবিক সহায়তা প্রদানের দাবি জানিয়ে কচুয়া উপজেলা জাতীয় মৎস্য সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম আমানী বলেন, কচুয়া উপজেলায় ২ হাজার ৪০০ নিবন্ধিত জেলে রয়েছে। যার মধ্যে ৪৩৬ জন জেলে প্রতি বছর মানবিক সহায়তা পায়।এ বছর এই এলাকার জেলেরা সাগরে মাছ আহরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে নিহত, আহত ও নিখোঁজ রয়েছে। অথচ জাটকা আহরণ নিষিদ্ধের এই সময় বেকার জেলেদের মানবিক সহায়তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।তবে বাদ পড়া জেলেদের মানবিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মন্ত্রণালয় থেকে কচুয়া ও ফকিরহাটকে বাদ দিয়েছে। এই দুই উপজেলার জেলেরা যাতে মানবিক সহায়তা পায় সেজন্য উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে। এই দুই উপজেলার কর্মহীন জেলেরা যেন বঞ্চিত না হয়, পুনরায় মানবিক সহায়তা পায় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও খবর

🔝