gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হরতালের প্রভাব ছিল না খুলনায়
প্রকাশ : সোমবার, ২৮ মার্চ , ২০২২, ১২:১৯:৩০ পিএম
খুলনা ব্যুরো::
1648448415.jpg
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধা-বেলা হরতালের কোনো প্রভাব ছিল না খুলনায়। আজ সকাল থেকে খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আন্তঃজেলার সব রুটে বাস চলাচল করেছে। মহানগরীর বড়বাজারসহ দোকান-পাট অন্যান্য দিনের মতো খোলা ছিল। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এদিকে সোমবার সকাল ৮টার দিকে মহানগরীর গোলকমনি পার্কের সামনের সড়ক থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে বাম জোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়। আটকরা হলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক।

আরও খবর

🔝