gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দেশের সব বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে গণহত্যা দিবস অন্তর্ভুক্তির দাবি
প্রকাশ : শুক্রবার, ২৫ মার্চ , ২০২২, ০৯:০৮:২৯ পিএম
কাগজ সংবাদ:
1648221397.jpg
নানা আয়োজনে যশোরে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সারাদেশের ন্যায় যশোরে এক মিনিট ব্লাকআউট, মোমবাতি প্রজ্জ্বালন, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। বিকেলে টাউনহল ময়দানে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ২৫ মার্চের গণহত্যা নিয়ে আলোচনা করেন পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল। আলোচনা সভায় বক্তারা বলেন, গণহত্যা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের সিলেবাসে ছাড়া অন্য কোনো সিলেবাসে এটি নেই। দেশের সব বিশ^বিদ্যালয়ের সিলেবাসে গণহত্যা দিবসকে অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা।  এর আগে, টাউনহল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। এতে জেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিকেলে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মঞ্চস্থ করে তাদের পরিবেশনা। এর মধ্যে ছিল আবৃত্তি, গান, নৃত্য, অভিনয় ও নাটক। এ সকল আয়োজনে ফুটিয়ে তোলা হয় স্বাধীনতার বিভিন্ন সময়ের কথা ও গল্প। এছাড়া, উপস্থিত দর্শক ও শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ। 

আরও খবর

🔝