gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
প্রকাশ : শুক্রবার, ২৫ মার্চ , ২০২২, ০৪:৪২:২১ পিএম
সাতক্ষীরা প্রতিনিধি::
1648204972.jpg
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিঘাটা ফরেস্ট স্টেশনের আওতাধীন সীমান্তবর্তী রায়মঙ্গল নদীতে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে (২৪ মার্চ) এ ঘটনা ঘটলেও শুক্রবার ভোর রাত ৩টার দিকে বিষয়টি জানা যায়।নিহত মৌয়াল সোলাইমান শেখ (৫৫) শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদারা গ্রামের আনছার শেখের ছেলে। নিহতের প্রতিবেশী জুবায়ের হোসেন জানান, তিন দিন আগে ৭-৮ জনের একটি দল ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে গিয়েছিল। বৃহস্পতিবার সকালের দিকে সোলাইমান শেখকে বাঘে ধরে নিয়ে যায়। পরবর্তীতে বাঘের মুখ থেকে মরদেহ উদ্ধার করে আজ ভোর রাত ৩টার দিকে বাড়িতে খবর দেয় সঙ্গে থাকা মৌয়ালরা।কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান জানান, বাঘের আক্রমণে নিহত মৌয়ালের মরদেহটি লোকালয়ে ফিরিয়ে নিয়ে আসছে বলে জেনেছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারব। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান জানান, সুন্দরবনে বাঘের আক্রমণে একজন মৌয়াল নিহত হয়েছেন। মরদেহটি লোকালয়ে আনা হচ্ছে। সুন্দরবনের রায়মঙ্গল নদীটি ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এক পাশে বাংলাদেশ অন্য পাশে ভারতের সুন্দরবন। এখন কোথায় তিনি বাঘের আক্রমণের শিকার হয়েছেন সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, দুর্গম ওই এলাকায় নেটওয়ার্ক থাকে না। সে কারণে যোগাযোগ করতে পারছি না। তবে বন বিভাগের কর্মীদের এলার্ট করা হয়েছে। নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করলেই এ ব্যাপারে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারব। 

আরও খবর

🔝