gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পূরণ হয়নি ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ মার্চ , ২০২২, ০৭:১৪:১৩ পিএম
ঢাকা অফিস:
1648127680.jpg
চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের সময়সীমা শেষ হলেও লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। খাদ্য বিভাগের কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়মসহ নানা সমস্যায় খাদ্যগুদামে ধান দিতেও আগ্রহী নন চাষিরা।এতে সরকারের খাদ্য মজুত কর্মসূচি যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি বড় ধরনের ক্ষতির শিকার সাধারণ কৃষক।গত বছরের ৭ নভেম্বর সারা দেশে শুরু হয় সরকারিভাবে আমন ধান সংগ্রহ কার্যক্রম। যা শেষ হয় ২৮ ফেব্রুয়ারি। অভিযান শেষ হলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি খাদ্য বিভাগ।যশোরে চলতি আমন মৌসুমে ৮ হাজার ১শ ৫৫ মেট্রিকটন ধান সংগহের লক্ষ্য থাকলেও গুদামে উঠেছে মাত্র ১ হাজার ২শো ৭০ মেট্রিকটন।চাষিদের অভিযোগ, খাদ্য বিভাগের কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও কমিশন-বাণিজ্যের কারণেই ধান বিক্রিতে অনীহা তৈরি হয়েছে।নওগাঁয় শতভাগ চাল সংগ্রহের কোঠা পূরণ হলেও লক্ষ্য অনুযায়ী ধান সংগ্রহ করতে পারেনি খাদ্য অধিদপ্তর। আমন সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল ১০ হাজার ২শ ৪৩ মেট্রিক টন। কিন্তু অভিযান শেষে সংগ্রহ মাত্র ৯৭ মেট্রিক টন।এদিকে দিনাজপুরে মৌসুমের শুরু থেকেই খোলাবাজারে দাম বেশি থাকায় সরকারি গুদামে ধান দেয়ার আগ্রহ ছিলো না চাষিদের। এতে ব্যাহত হয়েছে সরকারি ধান সংগ্রহ অভিযান।একই অবস্থা ভোলায়ও। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১হাজার ৩ শত ২৬ মেট্রিক টন ধরা হলেও সংগ্রহ হয়েছে ৫২ শতাংশ।

আরও খবর

🔝