gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
রাজবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ মার্চ , ২০২২, ০৭:১০:২০ পিএম
রাজবাড়ী প্রতিনিধি:
1648127441.jpg
আবহাওয়া অনুকূল ও ফলন ভালো হওয়ায় রাজবাড়ীতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় ৪০-৪২ মণ ভুট্টার ফলন হবে বলে জানান চাষিরা।ভুট্টা চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা। আর বিঘাপ্রতি ভুট্টা বিক্রি হবে ৫০ হাজার টাকারও বেশি।রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সফল ভুট্টাচাষি ফজলু মন্ডল দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে ১৮ হাজার টাকা। তবে এক লাখ টাকার বেশি ভুট্টা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ফজলু মন্ডলের মতো অনেক কৃষকই রাজবাড়ীতে ভুট্টা চাষে ফলন ভালো হওয়ায় প্রচুর লাভবান হয়েছেন।ভুট্টাচাষিরা জানান, ধানের চেয়ে ভুট্টা চাষে খরচ অনেক কম। ভুট্টা চাষে ফলন ও লাভ বেশি। তা ছাড়া সার ও বালাইনাশক ওষুধ খুব একটা বেশি দেওয়া লাগে না। সেচের খরচও খুবই কম। আবহাওয়া অনুকূলে থাকলে একবার সেচ দিলেই চলে।ভুট্টা চাষে সফলতা দেখে এখন অনেক কৃষকই ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।কৃষি অফিসের তথ্যমতে, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ১৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৩০ হেক্টর বেশি।এদিকে স্থানীয় কৃষি অধিদফতর জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ী সদর উপজেলায় ভুট্টাচাষিরা সফলতা পেয়েছেন। ফলে ভুট্টা চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। ভুট্টার ব্যাপক চাহিদা আছে। কারণ, ভুট্টা পোলট্রি এবং ফিশ ফুডে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে।

আরও খবর

🔝