gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
৫০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ : বুধবার, ২৩ মার্চ , ২০২২, ০৭:২৭:০৩ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি: :
1648042053.jpg
মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামের ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।  বুধবার (২৩ মার্চ) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।এছাড়া লিখিত বক্তব্যে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিষয়ে জানান।  অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ৩০ বছর আছি। কিন্তু এ ধরনের কোনো আয়োজন আমি দেখিনি। এর আগে কখনো মুক্তিযোদ্ধাদের এমন সম্মাননা দেওয়া হয়েছিলো কিনা আমার জানা নেই। তবে এবার স্বাধীনতার ৫০ বছরের উদযাপনের সঙ্গে মিল রেখে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননার আয়োজন করেছি আমরা। চট্টগ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডারদের কাছে আমরা তালিকা চেয়েছি, উনারা যাচাই-বাছাই করে আমাদের তালিকা দেবেন। অবশ্যই সরকারি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হতে হবে। এছাড়া ভবিষ্যতেও এ সম্মাননা আয়োজনের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করবো আমরা।এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক খাইরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।

আরও খবর

🔝