gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
মধুখালীতে মাদার সহায়তা হেলথ ক্যাম্প
প্রকাশ : বুধবার, ২৩ মার্চ , ২০২২, ০৩:৩৫:৪৬ পিএম
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: :
1648028164.jpg
ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক  কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত “কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় ২০২০-২০২১ অর্থবছরে চলমান স্বাস্থ্য সেবা  জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে হেলথ ক্যাম্পে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল,বিআরডিপি  কর্মকর্তা সুব্রত কুমার  দত্ত, কাউন্সিলর রেহেনা  পারভীন ও সংরক্ষিত কাউন্সিলর নাজমা সুলতানা প্রমুখ । ক্যাম্পে  মা ও শিশুদের  স্বাস্থ্য সেবা দেন মেডিকেল  অফিসার  ডা. আলেয়া সুলতানা, ডা. ইসমত জেরিন উপমা ও  উপসহকারী কমিউনিটি  মেডিকেল অফিসার মনিকা রানী  সাহা।

আরও খবর

🔝