gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আন্তঃবিভাগীয় গবেষণাকে গুরুত্ব দিতে হবে : উপাচার্য

❒ যবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সংবর্ধনা ও নবীন বরণ

প্রকাশ : মঙ্গলবার, ২২ মার্চ , ২০২২, ০৮:৫০:১৪ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
1647960646.jpg
আন্তঃবিভাগীয় গবেষণার প্রতি গুরুত্বারোপ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, এ বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বিশ্ব মানের গবেষণাগার রয়েছে। এগুলো ব্যবহার করে বিভিন্ন বিভাগ যৌথ গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ রয়েছে। কারণ একার পক্ষে ফলপ্রসু কিছু করা সম্ভব হয় না। মঙ্গলবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ আয়োজিত সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।উপাচার্য বলেন, ‘বিশ্বের পড়াশোনা ও গবেষণা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, আন্তঃবিভাগের মধ্যে এটি না হলে শিক্ষক-শিক্ষার্থীরা এতে ভালো অবদান রাখতে পারেন না। যবিপ্রবিতে ফার্মেসি, মাইক্রোবায়োলজি বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ রয়েছে। আপনারা যদি একজন আরেক জনের সাথে যৌথ গবেষণা করতে পারেন, তাহলে দেশ ও জাতির জন্য অনেক অবদান রাখতে পারবেন। বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় এটি অত্যন্ত জরুরি’।অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ আলম। একুশে পদক পাওয়ায় অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্যকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একইসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।   যবিপ্রবি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ডিবিএল ফামাসিটিক্যালস লিমিডেটের নির্বাহী পরিচালক আহমেদ কামরুল আলম, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক দেবেন্দ্রনাথ রায়, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আফিকুর রহমান অয়ন। পরিচালনা করেন শিক্ষার্থী মাহজাবিননেসা টুম্পা ও তাহমিম জামান মিশু।সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আরও খবর

🔝