gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মামলার দীর্ঘসূত্রতা পরিহারে দায়িত্বে আট বিচারপতি
প্রকাশ : মঙ্গলবার, ২২ মার্চ , ২০২২, ০৭:১৭:০৬ পিএম
মেহেরপুর প্রতিনিধি::
1647955058.jpg
মামলার আধিক্য হ্রাস ও দীর্ঘসূত্রতা পরিহারের আটটি বিভাগের জন্য মনিটরিং কমিটি গঠন করে আটজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন।  মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সার্কিট হাউজে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে আলোচনার মাঝে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত বিচার পায় সেজন্য মাননীয় প্রধান বিচারপতি কাজ করছেন এবং পুরাতন মামলাগুলো কেন দ্রুত নিষ্পত্তি হচ্ছেনা সেগুলো সমাধানের জন্য কাজ করা হচ্ছে বলেওই জানান তিনি।  ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন কোর্ট যার যে দাযিত্ব তা যথাযথ পালন করা হচ্ছে কিনা তা প্রতিটি জেলায় মনিটরিং করা হবে। বিচার বিভাগকেও আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।  তিনি বলেন, মানুষ যদি রায়ের ভাষাটি সঠিকভাবে বুঝতে পারে সেজন্য বাংলায় রায় লেখার জন্য উদ্যোগ নিয়েছে বিচার বিভাগ। যদিও রেফারেন্স ও আইনগুলো ইংরাজিতে আছে সেগুলো বাংলায় রুপান্তরিত করা হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুরের জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, যুগ্ম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, এইস.এম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, লিঙ্কন বিশ্বাস।  

আরও খবর

🔝