gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
পোস্ট অফিস কর্মচারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

❒ ২২ লাখ টাকা আত্মসাৎ

প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০৮:৪৪:০৪ পিএম
কাগজ সংবাদ :
1647442504.jpg
প্রতারণার মাধ্যমে প্রবাসীর ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পোস্ট অফিসের কর্মচারীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার অভয়নগরের কোটা গ্রামের শেখ আব্দল আজিজের ছেলে আব্দুল কুদ্দুস বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, কেশবপুরের পাঁজিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের ছেলে হাফিজুর রহমান, ইউসুফ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ও আবুল কাশেমের ছেলে আবু সাঈদ।মামলার অভিযোগে জানা গেছে, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিদেশ থেকে তিনি টাকা পাঠাতেন তার স্ত্রীর কাছে। পোস্ট অফিসে টাকা জমা রাখতে গিয়ে আসামি অফিস কর্মচারী হাফিজুর রহমানের সাথে তার স্ত্রীর পরিচয় হয়। একপর্যায়ে প্রতারক হাফিজুর তার স্ত্রীকে ধর্ম কন্যা পরিচয়ে সম্পর্ক গড়ে তুলে বাড়িতে যাতায়াত শুরু করেন। এরমধ্যে আব্দুল কুদ্দুস বাড়িতে ফিরে এসে পোস্ট অফিস থেকে টাকা তুলতে যান। তখন হাফিজুরের জমাকৃত ২২ লাখ টাকা ধার হিসেবে নেন মাসে লাখে এক হাজার টাকা দেয়ার শর্তে। সরল বিশ্বাসে আব্দুল কুদ্দুস ওই টাকা তাকে ধার দেন। নির্ধারিত সময় অতিবাহিত হলেও হাফিজুর টাকা দিতে নানা তালবাহানা শুরু করেন। একপর্যায়ে হাফিজুর ১১ লাখ টাকার দু’টি চেক দেন তাকে। চেক দু’টি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। বিষয়টি হাফিজুরকে জানালে তিনি নগদে ও চেকের মাধ্যমে পরিশোধ করবেন বলে চুক্তিনামা করে পূর্বের চেক ফিরিয়ে নেন। এরপর হাফিজুরের কাছে টাকা চাইলে তিনিসহ অপর দু’জন তাকে খুন জখমের হুমকি দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। 

আরও খবর

🔝