gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
প্রয়োজনে হারিছ চৌধুরীরর ডিএনএ টেস্ট
প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০৭:১১:৫৪ পিএম
ঢাকা অফিস::
1647436333.jpg
২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড ওয়ারেন্ট ভুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর ডিএনএ টেস্ট করা হতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।তার মৃত্যু নিয়ে সৃষ্ট ধূম্রজাল কাটাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোগের কথা জানিয়েছে সংস্থাটি।বুধবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।ডিবিপ্রধান বলেন, ‘আমরা ইতোমধ্যে এটা নিয়ে কাজ করছি। মরদেহের ডিএনএ টেস্ট করলে সঠিক তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।এদিকে সূত্র জানিয়েছ, মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন হারিছ চৌধুরীর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী সামিরা চৌধুরী। চিঠিতে ডিএনএ টেস্টের পাশাপাশি হারিছের দেহাবশেষ সিলেটের দর্পননগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার অনুরোধও জানান সামিরা। হারিছের স্বজনদের দাবি, হারিছ চৌধুরীই তার নাম-পরিচয় গোপন করে মাহমুদুর রহমান সেজেছেন। ওই পরিচয়ে জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। ইন্টারপোলের রেড নোটিশধারী হারিছ সব গোয়েন্দার চোখে ধুলো দিয়ে প্রায় ১১ বছর ঢাকায় অবস্থায় করছিলেন।উল্লেখ্য,২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শত নেতা-কর্মী।২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ আদালত ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড। মোট ১৯ জন সাজা পাওয়া আসামিদের মধ্যে ছিলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীও।

আরও খবর

🔝