gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
পণ্যের দাম কমানোর অঙ্গীকার

❒ যশোরে অহেতুক হয়রানি করা হবে না ব্যবসায়ীদের, অনিয়ম করলেই ব্যবস্থা

প্রকাশ : বুধবার, ১৬ মার্চ , ২০২২, ০১:২৬:০৭ এ এম
এম. আইউব:
1647372408.jpg
আগামী এক সপ্তাহের মধ্যে যশোরে নিত্যপণ্যের দাম স্বাভাবিক হবে! এমন ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এক সভায় এ ঘোষণা দিয়েছেন তারা। বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করায় পণ্যের দাম কমবে বলে ব্যবসায়ী নেতাদের দাবি। ব্যবসায়ীরা তাদের প্রতিশ্রুতি পূরণ করলে অহেতুক হয়রানি করা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে, তিনি বলেন, কোনো ব্যবসায়ী যদি অধিক মুনাফার আশায় সংকট তৈরি করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।আসন্ন রমজান উপলক্ষে যশোরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। সভায় প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে অকারণে যাতে কোনো পণ্যের দাম না বাড়ানো হয়। অস্থিতিশীল না হয় বাজার। যেকোনো মূল্যে বাজার স্বাভাবিক রাখতে বলা হয় ব্যবসায়ীদের। জবাবে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, একাধিক পণ্য থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এ কারণে ওইসব পণ্যের দাম এমনিতেই কমে যাবে। বাকি পণ্য যাতে কোনো বিক্রেতা ইচ্ছেমতো বিক্রি করতে না পারেন সেদিকে নজর রাখা হবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছেন। একইসাথে তারা মজুত করা সম্পর্কে না জেনে বুঝে অভিযান না চালানোর দাবি জানিয়েছেন। তারা বলেছেন, পাইকারি ব্যবসায়ীদের গুদামে পরবর্তী চালান না আসা পর্যন্ত পণ্য মজুত রাখতে হবে। তা না হলে সংকট তৈরি হবে বাজারে। ব্যবসায়ী নেতৃবৃন্দের এ ধরনের বক্তব্যের জবাবে জেলা প্রশাসক বলেন, বিষয়টি বিবেচনা করা হবে। অহেতুক কাউকে হয়রানি করা হবে না। তবে, ব্যক্তিস্বার্থে কেউ যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। ক্যাব যশোর জেলার সভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন লেখক ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মীর মোশারফ হোসেন বাবু, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম লিটন, এনজিও ব্যক্তিত্ব শাহজান নান্নু, তেল ব্যবসায়ী প্রকাশ চন্দ্র দাস, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম, ভোক্তা হালিমুল হক ফরহাদ ও সুখের জোয়ারদার এবং ক্যাবের সদস্য পরিমল মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান আর ঈদে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপণ্যের দাম কমে। বাংলাদেশে উল্টো দাম বাড়ে। তিনি ব্যবসায়ীদের নৈতিকভাবে ব্যবসা করার আহ্বান জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদেরও সচেতন হতে হবে। তাদের পণ্য কেনার আগে যাচাই-বাছাই করতে হবে। মতবিনিময় সভার আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

আরও খবর

🔝