gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বান্দরবানে ফের চালু হচ্ছে নীল দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ মার্চ , ২০২২, ০৩:২৫:৪২ পিএম
বান্দরবান প্রতিনিধি::
1647336364.jpg
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান। ভ্রমণ-পিপাসু পর্যটকরা যেন প্রকৃতির সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারে, সেজন্য জেলা প্রশাসনের সহযোগিতায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র। তেমনই দুটি পর্যটনকেন্দ্র নীলাচল ও নীলগিরি। এই দুই নামের সঙ্গে মিল রেখে প্রায় পাঁচ বছর আগে গড়ে তোলা হয় ‘নীল দিগন্ত’। তবে করোনায় বন্ধ থাকায় পর্যটনকেন্দ্রটি এখনো অপরিচিত। আগামী এপ্রিলে পর্যটনকেন্দ্রটি নতুনভাবে চালু করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় নীল দিগন্ত পর্যটনকেন্দ্রটির অবস্থান। তবে এলাকাটি থানচিতে হওয়ায় উপজেলা প্রশাসন এটি পরিচালনা করত।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণী ওসমানী জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উপজেলা প্রশাসন নীল দিগন্তকে নতুনভাবে সাজিয়ে চালু করার জন্য কাজ করছে। আগামী ১০ এপ্রিল এটি চালু করা হবে।নীল দিগন্তে গিয়ে দেখা গেছে, পর্যটনকেন্দ্রে ঢোকার প্রধান ফটকে তালা লাগানো। ফটকের রং ঝলসে গেছে। ভেতরে বসার বেঞ্চ, কটেজগুলো দীর্ঘ দিন ব্যবহার না হওয়া ও রক্ষণাবেক্ষণের অভাবে নড়বড়ে হয়ে গেছে। ময়লা-আবর্জনা জমে আছে। কেন্দ্রের গাছেও অযত্ন ও অবহেলার ছাপ। গেটে দীর্ঘ সময় অপেক্ষা করেও দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।পরে যোগাযোগ করলে থানচি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার কারণে নীল দিগন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তাই সেখানে কোনো দায়িত্বরত কর্মী নেই। এ কারণে সেটি কিছুটা অগোছালো।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই জেলা প্রশাসন, থানচি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহায়তায় নীল দিগন্ত পর্যটনকেন্দ্রটি চালু হয়। বান্দরবান-থানচি সড়কের পাশেই উঁচু পাহাড়ের ওপর গড়ে তোলা হয় এটি।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণী ওসমানী জানান, চালুর পর নীল দিগন্ত পর্যটনপ্রেমীদের কাছে পরিচিত হয়ে উঠেছিল। নীল দিগন্ত থেকে আকাশ, মেঘ ও সবুজ পাহাড়ের দৃশ্য দেখার সুযোগ থাকায় অনেকেই সেখানে ভিড় জমাতেন। তবে ২০২০ সালে করোনা শুরু হলে এর নেতিবাচক প্রভাব নীল দিগন্তে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকায় এটির অবকাঠামো ও ভেতরের প্রাকৃতিক দৃশ্য, পরিবেশও নষ্ট হয়ে গেছে।পুনরায় চালুর অগ্রগতি সম্পর্কে থানচি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নীল দিগন্ত পর্যটনকেন্দ্রে কটেজ ও বাথরুম নষ্ট হয়ে আছে। এগুলো সংস্কারের কাজ চলছে। এ ছাড়া পানির সরবরাহ নিশ্চিত করতে নীল দিগন্তের প্রায় ছয় কিলোমিটার নিচের উৎস থেকে মোটরের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে।এদিকে বিদ্যুত সংযোগের বিষয়ে থানচির বলিপাড়া বিদ্যুৎ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নীল দিগন্তে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আলাদা একটি ট্রান্সফরমার স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। বলিপাড়া থেকে সাত-আট কিলোমিটার বিদ্যুতের সংযোগ লাইন চালু করা প্রয়োজন। এক্ষেত্রে জেলা প্রশাসনও সহযোগিতা দিচ্ছে।

আরও খবর

🔝