gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দেশে করোনায় ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৯
প্রকাশ : শনিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২২, ০৫:৩৬:২৭ পিএম
কাগজ ডেস্ক ::
1644061010.jpg
দেশে গত ২৪ ঘণ্টায় ‍আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন।শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।দেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম একজনের মৃত্যু ঘটে। এরপর কয়েক মাসের মধ্যে দেশে করোনাভাইরাস মহামারি রূপ নেয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

আরও খবর

🔝