gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সন্ত্রাসী রমজানের হেফাজত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৯:০৯:১০ পিএম
কাগজ সংবাদ:
1642691951.jpg
যশোরে ২৫ মামলার আসামি যশোরের খড়কি কলাবাগানের রমজানুল ইসলাম রমজানকে আটকের পর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রমজান খড়কির ফায়েক আহমেদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে রমজানকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। বেলা আড়াইটার সময় চাঁচড়া রায়পাড়ার প্রাণি রোগ অনুসন্ধান গবেষণাগারের পেছনে মাটির নীচ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, রমজানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।  হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই নাশকতাসহ ২৫ মামলা রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের ঊর্ধŸতনদের নির্দেশনায় ১৮ জানুয়ারি গভীর রাতে তাকে আটকে অভিযান পরিচালিত হয়। থানার এসআই সেকেন্দার আবু জাফর, এসআই শংকর কুমার, এএসআই আল মিরাজ অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে জানায় তার হেফাজতে অস্ত্র রয়েছে। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানার এসআই সেকেন্দার আবু জাফর মামলা করেন। তিনি বলেন, রমজানের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে কারা জড়িত এবং কারা তাদের ইন্ধনদাতা সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনে রমজানকে  রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান আবু জাফর।

আরও খবর

🔝