gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
করোনা চিকিৎসায় যশোর জেনারেল হাসপাতালে প্রস্তুত রয়েছে ১৬৮ বেড
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৯:০১:৫৭ পিএম
আশিকুর রহমান শিমুল :
1642691172.jpg
করোনা রোগীদের চিকিৎসায় যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে একশ’ ৬৮ বেড। এদিকে, যশোরে আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে করোনা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।  তবে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। বৃহস্পতিবার বেলা ১১ টায় সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডজোন, ইয়োলোজোন ও আইসিইউ ইউনিট পরিদর্শন করেছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান জানান, করোনাভাইরাস প্রতিরোধসহ আক্রান্তদের চিকিৎসার স্বার্থে হাসপাতালের রেডজোনে একশ’ ৪৬ ও ইয়োলোজোনে ২২ টি শয্যা প্রস্তুত রয়েছে। এছাড়াও করোনা রোগীর উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে তিনটি বেড খালি করা হয়েছে। হাসপাতালে বর্তমানে অক্সিজেনের কোনো সংকট নেই। সিভিল সার্জন জানান, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুশ’ ও জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একশ’ জন করে অর্থাৎ নয়শ’ জন করোনা রোগীর চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুতি রয়েছে। যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে জেনারেল হাসপাতালের পৃথক ওয়ার্ডে ১০টি বিশেষ কেবিন ও বক্ষব্যাধি হাসপাতালে ৪০ শয্যার পাশাপাশি  বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে রোগীর সেবা দেয়া হবে। এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোরে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৯০ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শনাক্ত হয়। এছাড়ও ৯২ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও খবর

🔝