gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শুক্রবার শুরু বিপিএল
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৮:১৯:৫০ পিএম
ক্রীড়া ডেস্ক:
1642688412.jpg
সব শঙ্কা পাশ কাটিয়ে শুক্রবার মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। করোনারকালের সব টুর্নামেন্টের মতো এটিও হবে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচে মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি স্পোর্টস।প্রতিটি দলের খেলোয়াড়দের খরচসহ ফ্র্যাঞ্চাইজি ফি পড়েছে মোট পাঁচ কোটি টাকা। দল পরিচলনায় সম্ভাব্য ব্যয় সব মিলিয়ে ছয় থেকে সাত কোটি টাকা। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দলগুলো হচ্ছে মিনিস্টার গ্রুপ ঢাকা, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চ্যাম্পিয়ন দল এক কোটি টাকা, রানার্সআপ দল পাবে ৫০ লাখ টাকা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিনটি ভেন্যুতে হবে বিপিএলের ম্যাচগুলো। মোট ২৭ দিনে অনুষ্ঠিত হবে ৩৪ ম্যাচ। শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে প্রথম ম্যাচটি শুরু দুপুর সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ বিকেল সাড়ে ৫টায়।বিপিএলের পর্দা উঠবে মিরপুর শেরেবাংলায় আজ শুক্রবার। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা হবে চট্টগ্রামে। পরে ঢাকায় ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হওয়ার পর ৭-৯ ফেব্রুয়ারি হবে সিলেটে। সেখানে বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।এরপর ঢাকায় ১৪ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম দিন হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার হবে ফাইনাল। প্লেঅফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এলিমিনেটর থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোয় রাখা হয়েছে রিজার্ভ ডে।

আরও খবর

🔝