gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
বর্ষসেরা ওয়ানডেতে বাংলাদেশের আধিপত্য
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৮:১৮:৩৫ পিএম
ক্রীড়া ডেস্ক:
1642688342.jpg
আইসিসি ঘোষিত ওয়ানডে বর্ষসেরা একাদশে রয়েছে বাংলাদেশের আধিপত্য। দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক  কাম ব্যাটার মুশফিকুর রহিম ও বোলার মুস্তাফিজুর রহমান।গত বছর বাংলাদেশের হয়ে নয়টি ওয়ানডে খেলে সাকিব ৩৯.৫৭ গড়ে রান সংগ্রহ করেছেন ২৭৭। বল হাতে বিশ্বসেরা এ অলরাউন্ডার ১৭.৫২ গড়ে শিকার করেন ১৭টি উইকেট।  ডেথ বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স ছিল দুদান্ত। ১০ ম্যাচে ২১.৫৫ গড়ে তিনি নেন ১৮টি উইকেট। ওভার প্রতি খরচ করেন মাত্র ৫.০৩ রান।ব্যাটিং পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। সাকিবের সমান নয়টি একদিনের ম্যাচ খেলে একটি শতকসহ ৫৮.১৪ গড়ে তোলেন ৪০৭ রান।ঘোষিত আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামিরা (শ্রীলঙ্কা) ও মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

আরও খবর

🔝