gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চোরাই স্বর্ণালংকারসহ চোর চক্রের দু’সদস্য আটক
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি , ২০২২, ০৮:০৩:৪১ পিএম
কাগজ সংবাদ:
1642687439.jpg
যশোরে চোরাই স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার এবং চোর চক্রের দু’সদস্যক আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি। শেখহাটি হাইকোর্ট মোড়ের মনদ্বীপ জুয়েলার্স থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটকরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়ার বিপ্লব কাজী (৩০) ও  যশোরের পূর্ব বারান্দিপাড়ার খালেদ মাহমুদ রাতুল ওরফে বড় মনি (৪০)। তাদের মধ্যে বিপ্লব কাজী বর্তমানে যশোর উপশহর আট নম্বর সেক্টর কলাবাগান বস্তিতে মিলনের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান করা হয়েছে।গত বছরের ৩১ অক্টোবর রামনগরের আব্দুল জলিলের ছেলে হাসান তারিকের বাড়িতে অজ্ঞাত চোর প্রবেশ করে ৩টি মোবাইল, ১টি সোনার চেইন, ১টি পেনড্রাইভ, নগদ ৭৬ হাজার টাকা ও আরো কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে হাসান তারিক ১ নভেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং  ডিবি পুলিশকে অবহিত করেন।ডিবির ওসি রুপন কুমার সরকার পিপিএম অভিযোগটি এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর ওপর তদন্তের নির্দেশ দেন। এসআই মফিজুল ইসলাম পিপিএম তথ্য প্রযুক্তির সহযোগিতায় মোবাইল ফোনের তথ্য মোতাবেক চোরদের শনাক্ত করেন।  গত ১৯ জানুয়ারি বিকেলে শহরের বারান্দি বটতলা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করেন। এসময় তাদের হেফাজত থেকে ৩টি মোবাইল ফোনসেট, ১টি পেনড্রাইভ উদ্ধার হয়। পরে আটক বিপ্লবের তথ্যে শহরের রামনগর এলাকার ৪টি বাড়িতে গিয়ে চুরির ঘটনার সত্যতা খুঁজে বের করে ডিবির টিম। একইসাথে শেখহাটি হাইকোর্ট মোড়ের মনদ্বীপ জুয়েলার্স থেকে ১২ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসান তারিক কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। নাম্বার ৬২।

আরও খবর

🔝