gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নামল
প্রকাশ : রবিবার, ১৬ জানুয়ারি , ২০২২, ০৪:২০:৩০ পিএম
কাগজ ডেস্ক ::
1642328973.jpg
কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে..... সেই শীতই জেঁকে বসেছে উত্তরাঞ্চলে। রোববার পঞ্চগড় জেলার তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে এসেছে। তীব্র শীতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ছেন।আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৯টায় পঞ্চগরের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটাই সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।আবহাওয়া অফিস জানায়, উত্তর দিকে হিমালয়ের অবস্থান থাকায় শীত মৌসুমে পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামা করে। যার কারণে এ জেলায় কনকনে শীত অনূভুত হয় এবং তাপমাত্রাও নিচের দিকে নেমে আসে।আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ প্রধানত শুকনো থাকতে পারে। তবে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজকে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আরও খবর

🔝