gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
উত্তম সরকার হত্যাকাণ্ড যুবলীগ নেতাকে বহিষ্কার
প্রকাশ : শনিবার, ১৫ জানুয়ারি , ২০২২, ০৯:৩২:১১ পিএম
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর):
1642260786.jpg
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি প্রজিৎ কুমার বিশ্বাস ওরফে বুলেটকে বহিষ্কার করা হয়েছে। সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে ইউনিয়ন যুবলীগ তাকে বহিষ্কার করে। জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতে সুন্দলী ইউনিয়নের নবনির্বাচত মেম্বার উত্তম সরকারকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী শ্রাবন্তী সরকার অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই দিন রাতে সুন্দলী ইউনিয়নের ছোট সুন্দলী গ্রামে অভয়নগর থানা ও যশোর জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে বুলেটকে আটক করে। বুলেটের স্বীকারোত্তি মোতাবেক বুধবার গভীর রাতে তার ঘরে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শনিবার দুপুরে সুন্দলী ইউনিয়ন যুবলীগের সভাপতি অরুপ মল্লিক ও সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস মুঠোফোনে জানান, ইউপি মেম্বার উত্তম সরকার হত্যাকাণ্ডে জড়িত থাকা ও সংগঠন বর্হিভূত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি প্রজিৎ কুমার বিশ্বাস ওরফে বুলেটকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়ন যুবলীগের এক জরুরি সভা থেকে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন। 

আরও খবর

🔝