gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কমরেড অমল সেনের ১৯তম মৃত্যুবার্ষিকী রোববার
প্রকাশ : শনিবার, ১৫ জানুয়ারি , ২০২২, ০৯:২৬:৫৬ পিএম
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর):
1642260455.jpg
রোববার উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড অমল সেনের ১৯তম মৃত্যুবার্ষিকী। আজীবন শোষিত মানুষের পাশে থাকা এবং তেভাগা আন্দোলনের অন্যতম বিপ্লবী এ নেতা ২০০৩ সালের ১৬ জানুয়ারি ঢাকা কমিউনিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমরেড অমল সেন ১৯১৪ সালে বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। নবম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে যুক্ত হয়ে ‘অনুশীলন’ সমিতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে রসায়নশাস্ত্রে পড়া অবস্থায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং একই বছর এই অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। বাবার জমিদারির বিরুদ্ধে কৃষক আন্দোলন তাকে আরও পরিচিত করে তোলে।কমরেড অমল সেনকে শ্রদ্ধা ও সম্মান জানাতে যশোর ও নড়াইল জেলার সীমান্তবর্তী এলাকা বাকড়ীতে তাঁর সমাধিস্থলে দুইদিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ অমল সেন স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ, শপথ পাঠ ও আলোচনা সভা। অমল সেন স্মৃতি রক্ষা কমিটি সভাপতি এক বিবৃতিতে বলেছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে প্রতি বছর ২ দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। কোভিড ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ও সরকারের বিধি নিষেধ অনুযায়ী অমল সেন মেলা ও আলোচনা সভা স্থগিত করা হয়েছে।

আরও খবর

🔝