gramerkagoj
বুধবার ● ২৪ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
২১ বছর পর ঝিকরগাছা পৌরসভায় রোববার ভোট
প্রকাশ : শনিবার, ১৫ জানুয়ারি , ২০২২, ০৯:২৩:০৩ পিএম
কাগজ সংবাদ:
1642260302.jpg
সীমানা জটিলতার কারণে দীর্ঘ ২১ বছর পর রোববার অনুষ্ঠিত হচ্ছে যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার মোট ১৪টি কেন্দ্রের ৮৬টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ঝিকরগাছা পৌরসভার প্রথম এবং একমাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালের ২ এপ্রিল। এরপর সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দায়ের করা মামলায় নির্বাচন ঝুলে ছিল ২১ বছর। সেসব বাধা উপেক্ষা করে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরবাসীর বহু কাঙ্খিত নির্বাচন। ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন প্রার্থী। এর মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন ছয়জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৬৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ১৮ জন। পৌরসভার ২৫ হাজার নয়শ’ ৩৯ জন ভোটার আজ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ লাভ করবেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়। এবারের নির্বাচনে মোট ১৪টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৮৬টি।নির্বাচনের তিন দিন আগে ৫ নম্বর ওয়ার্ডের নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের নারী বুথ সরিয়ে কাউন্সিলর প্রার্থী একরামুল হকের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানে নেয়া হয়েছে। এ ঘটনায় তিন কাউন্সিলর প্রার্থী আপত্তি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন।চিঠিতে স্বাক্ষর করা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরমান হোসেন বলেন, ‘কাউন্সিলর প্রার্থী একরামুল হককে নির্বাচনে সুবিধা দেয়ার জন্যই কেন্দ্রটি সরিয়ে নেয়ার জন্য চিঠি প্রকাশ করা হয়েছে। ভোটকেন্দ্রের পাশেই একরামুল হকের নির্বাচনী কার্যালয় ও তার বাড়ি। ওই কেন্দ্রে আওয়ামী লীগের ব্যাপক প্রভাব রয়েছে’।নীতিমালা না মেনে ভোটকেন্দ্র ব্যক্তিগত প্রতিষ্ঠানে সরিয়ে নেয়ার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ভালো মন্দ বিচার-বিশ্লেষণ করেই নির্বাচন কমিশন কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।এদিকে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি জানান, নয়টি ওয়ার্ডে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্যদের বাইরে র‌্যাব, পুলিশ, বিজিবির সার্বক্ষণিক মোবাইল টিম দায়িত্ব পালন করবে।

আরও খবর

🔝