gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খানসামায় উষ্ণতার পরশ পেল ৪০০ শীতার্ত
প্রকাশ : শনিবার, ৮ জানুয়ারি , ২০২২, ০৬:১১:১৬ পিএম
এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ::
1641643892.jpg
জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। এই সময়ে দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান ও পুলিশ কর্মকর্তা মোঃ কাইয়ুমের উদ্যোগে ৪০০ অসহায় ও গরীব মানুষ পেল উষ্ণতার পরশ।শনিবার (৮জানুয়ারী) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাসায় উষ্ণতার পরশ হিসেবে ৪'শকম্বল বিতরণ করেন তিনি।এস আই মোঃ কাইয়ুম বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার এই কাজ যারা সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।  সমাজের প্রতিটি মানুষের উচিত সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সবার প্রচেষ্টাতেই বঙ্গবন্ধুর বাংলাদেশ দ্রুত সময়ে রুপ নিবে আধুনিক, উন্নত ও সুখী-সমৃদ্ধ।উল্লেখ্য, এর আগেও এই পুলিশ কর্মকর্তা মানবিক ও সামাজিক কাজে সরব ছিল। যা প্রশংসা ও সুনাম কুড়িয়েছে এলাকাজুড়ে। 

আরও খবর

🔝