gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মত্যু
প্রকাশ : বুধবার, ৫ জানুয়ারি , ২০২২, ০৮:৫৮:৪৭ পিএম
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় অখিল (৫৫) সরকার নামে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত তিনজন নিহত হলেন। বুধবার নিহত অখিল সরকার কিত্তিনগর গ্রামের নিরাপদ সরকারের ছেলে।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আমিরুজ্জামান বলেন, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সারুটিয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কার প্রার্থীর সমর্থকদের মধ্যে কাতলাগাড়ী বাজারে সংঘর্ষ। সংঘর্ষে হারান বিশ^াস নিহত হন এবং গুরুতর আহতাবস্থায় অখিল সরকারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে অখিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া, ১ জানুয়ারি একই ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে হত্যাকান্ডের শিকার হন জসিম নামের এক যুবক।
নিহত ব্যক্তিরা সবাই নৌকা প্রতীকের সমর্থক বলে জানান চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান।

আরও খবর

🔝