gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নৌকা ঘোড়া টেবিল ফ্যানে লড়াই হবে ফতেপুর ইউনিয়নে
প্রকাশ : সোমবার, ৩ জানুয়ারি , ২০২২, ০৮:৪২:১১ পিএম
উজ্জ্বল বিশ্বাস :
1641222914.jpg
রাত পোহালেই নির্বাচন। শেষ সময়ে সর্বস্ব দিয়ে ভোটারদের মনজয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। ভোটাররা বলছেন, এ ইউনিয়নে নৌকা, ঘোড়া ও টেবিল ফ্যান প্রতীকের প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সুষ্ঠু নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেই চেয়ারম্যান নির্বাচিত হবে বলে দাবি ভোটারদের। যশোর শহর থেকে মাত্র এক কিলোমিটার পূর্বে অবস্থিত ফতেপুর ইউনিয়ন। এ ইউনিয়ন মূলত যশোর-নড়াইল সড়কের দু’পাশের গ্রামগুলোই নিয়ে। ইউনিয়নের মোট আয়তন ২৯ দশমিক ১৬ বর্গ কিলোমিটার। এখানে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ছয়শ’ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকা প্রতীকের সোহরাব হোসেন, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা আনোয়ার ঘোড়া, টেবিল ফ্যানে বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম, মোটরসাইকেল প্রতীকে আলমগীর হোসেন ও হাতপাখা প্রতীক নিয়ে মুফতি ওসমান গণি হাবিবী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের দাবি, প্রতীক নয়, যোগ্য প্রার্থীরাই চেয়ারম্যান হোক। আর এজন্য সুষ্ঠু পরিবেশ দরকার। তা না হলে ভোটার উপস্থিতি কমে যাবে বলে উল্লেখ করেন তারা। এ ইউনিয়নের তারাগঞ্জ-ভায়না গ্রামের জান্নুস মোল্লা বলেন, এবারের নির্বাচনে নৌকার প্রার্থী সোহরাব হোসেনের অবস্থা অনেক ভালো। তিনি চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করার সুযোগ পাবেন বলে মন্তব্য করেন তিনি। ফতেপুর গ্রামের গোলাম রহমান বলেন,‘নৌকা প্রতীকের প্রার্থীর অবস্থা তেমন ভালো না। কারণ গতবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। কিন্তু জনগণ তাকে ভোট দেয়নি। যার জন্য বিএনপির প্রার্থী রবিউল ইসলাম এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।’নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বলেন, ‘ঝুমঝুমপুর, বালিয়াডাঙ্গা, সীতারামপুর ও হামিদপুর কেন্দ্র ঝুঁকিপূর্ণ। একটি সন্ত্রাসী বাহিনী তাদের এ কেন্দ্রেগুলোতে ভোটারদের ভোটদানে বাধার সৃষ্টি করতে পারে। কারণ এই বাহিনী ইউনিয়নব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। তারাও একটি মার্কার প্রার্থীর সমর্থক। অনেক ভোটারকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।’ তবে, সোহরাব হোসেন দাবি করেছেন, তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন, প্রতীক পাওয়ার পর থেকেই তিনি প্রতিনিয়ত মাঠে রয়েছেন। ভোটাররা তাকে আশ্বস্ত করেছেন তার ঘোড়া প্রতীকেই ভোট দিবেন। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দাবি করেন। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, টেবিল ফ্যান প্রতীক নিয়ে এবার নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি পাঁচ বছর ধরে জনগণের সেবা করে আসছেন। তিনি এ ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা এর আগে আর হয়নি। এবারও তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন বলে দাবি করেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন আলমগীর হোসেন। তিনি বলেন এ ইউনিয়নে ১৯৯৭ সালে ইউপি সদস্য ছিলেন। এর আগেও তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তবে, এবার তিনি ভোটারদের শতভাগ সমর্থন পেয়েছেন। সুষ্ঠুভাবে নির্বাচন হলে তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে দাবি করেন।  

আরও খবর

🔝