gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিল্পী নন এমন ব্যক্তিকে সংবর্ধনার প্রতিবাদে রাস্তায় শ’ শ’ যাত্রাশিল্পী

❒ শিল্পকলা একাডেমির অনুষ্ঠান বয়কট

প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৯:৪৬:০০ পিএম
কাগজ সংবাদ:
1636818577.jpg
শিল্পী নন এমন ব্যক্তিকে যশোর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গুণীজন সম্মাননা দেয়ার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে যশোরের যাত্রা শিল্পীরা। জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করার পর ১৩ নভেম্বর তারা শিল্পকলার অনুষ্ঠান বয়কট করেন। যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পক্ষে এর দ্রুত প্রতিকার দাবি করা হয়েছে।১০ নভেম্বর সংগঠনটির পক্ষে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। এছাড়া ১১ নভেম্বর বিভিন্ন পত্রিকা দপ্তরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিল্পী নন এমন ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। এরপর ১৩ নভেম্বর যশোরে যাত্রা শিল্পীরা শিল্পকলা একাডেমির সংর্বধনা অনুষ্ঠান বয়কট করে সন্ধ্যায় রাস্তায় নেমে আসেন।তারা অভিযোগ করেন, শ’ শ’ শিল্পীর প্রতিবাদ সত্ত্বেও যশোরে অমিতোষ দাস নামে এক হোটেল ম্যাচিয়ারকে যাত্রা শিল্পী হিসেবে গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৩ নভেম্বর সন্ধ্যা পাঁচটায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাকে সম্মাননা দেয়া হয়েছে। হোটেল ম্যাচিয়ার অমিতোষ দাস কোনদিনই যাত্রা শিল্পর সাথে সম্পৃক্ত ছিলেন না। এতে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। যাত্রাশিল্পীদের পক্ষে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সহ সভাপতি মোশাররফ হোসেন নয়ন ও কেন্দ্রীয় কার্যকরি সভাপতি বদরুল আলম দুলাল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিভিন্ন পর্যায়ের দশ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এই শিল্পীদের তালিকায় অমিতোষ দাস নামে একজনকে যাত্রাশিল্পী হিসেবে মনোনীত করা হয়েছে। অথচ তিনি কোনো যাত্রা শিল্পী নন। সম্মাননা তালিকা থেকে অমিতোষ দাসকে বাদ দিয়ে প্রকৃত গুণী যাত্রাশিল্পীকে মনোনীত করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। কিন্তু  শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ যশেরাঞ্চলের যাত্রা শিল্পীদের অপমানিত করে সেই অশিল্পীকেই সংর্বধনা দিয়েছেন। এই কর্মকান্ডের সম্মানজনক সমাধান চেয়েছেন তারা।

আরও খবর

🔝