gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া
প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৩:১০:২৯ পিএম
আন্তর্জাতিক ডেস্ক ::
1636794652.jpg
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে অনুষ্ঠেয় আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির প্রতি সমর্থন দেবে মস্কো। পাশাপাশি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ওপরও জোর দেবে রাশিয়া।২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নেন। ইরান ধৈর্য ধারণ করলেও এক বছর পর সমঝোতার ২৬ নম্বর ধারা অনুযায়ী পাল্টা পদক্ষেপ নেয় এবং কিছু কিছু ধারা বাস্তবায়ন বন্ধ করে দেয়।তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু সমঝোতায় ফেরার ঘোষণা দেন এবং গত এপ্রিল থেকে ভিয়েনা ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ইরানের নতুন প্রশাসনের অধীনে করে আলোচনা শুরু হবে। কিন্তু যেহেতু আমেরিকা পরমাণু সমঝোতার এখন কোনো পক্ষ নয়, সে কারণে তারা এই আলোচনায় যোগ দিতে পারছে না।এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে এই পরমাণু সমঝোতা যেভাবে সই হয়েছিল ঠিক তারই আলোকে আবার তা পুনর্বহাল করার পক্ষে আমাদের সমর্থন রয়েছে। আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা ওয়াশিংটনকে প্রত্যাহার করতে হবে।’

আরও খবর

🔝