gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চট্টগ্রামের ১০ জনের করোনা শনাক্ত
প্রকাশ : শনিবার, ১৩ নভেম্বর , ২০২১, ০৩:০৮:২১ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি ::
1636794528.jpg
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ে কারও মৃত্যু হয়নি।মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ হাজার ২৯৫টি।শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন বিআইটিআইডি ল্যাবে ৩০৫টি, চমেক ল্যাবে ৮২টি, সিভাসু ল্যাবে ১৩টি, অ্যান্টিজেন টেস্ট ১৭টি, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৭টি, শেভরন ল্যাবে ৩৪৮টি, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২৯টি, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৫৩টি, এপিক হেলথ কেয়ারে ১৪টি, ল্যাব এইডে ১টি ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬টি নমুনা পরীক্ষা করা হয়।এর মধ্যে সিভাসু ল্যাবে ২জন, অ্যান্টিজেন টেস্টে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২ জন, শেভরনে ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১ জন ও এপিক হেলথ কেয়ারে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।উপজেলার মধ্যে সাতকানিয়ায় ১ জন, ফটিকছড়িতে ১ জন ও হাটহাজারীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ।করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নগরে ৭৪ হাজার ১৬ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৮৫ জন সহ মোট ১ লাখ ২ হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি নগরে ৭২৩ জন এবং উপজেলায় ৬০৩ জন সহ মোট ১ হাজার ৩২৬ জন মৃত্যুবরণ করেছেন।

আরও খবর

🔝