gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দোষ স্বীকার করায় নারীকে প্রবেশনে মুক্তি
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর , ২০২১, ০৯:০৬:৪২ পিএম
কাগজ সংবাদ:
1636643237.jpg
যশোরে অসুস্থ এক আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে সংশোধনের সুযোগ প্রার্থনা করায় আদালত দু’ বছরের সাজার বিপরীতে দু’ বছরের প্রবেশনে মুক্তি দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি খাদিজা বেগম যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়ার আলাউদ্দীনের স্ত্রী। যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। আসামি খাদিজা ২০১২ সালের ১৩ নভেম্বর ১০ বোতল ফেনসিডিলসহ নিজ পুলিশের কাছে আটক হন। তিনি বর্তমানে লিভার, কিডনিসহ নানা ধরনের রোগে ভুগছেন। আদালতে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। আদালত সার্বিক বিষয় বিবেচনা করে সাতটি শর্তে তাকে প্রবেশনে মুক্তি দিয়েছেন।শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আসামি অক্ষরজ্ঞানহীন হওয়ায় প্রবেশনকালীন তাকে বয়স্ক শিক্ষাকেন্দ্র থেকে শিক্ষাগ্রহণ করতে হবে। এছাড়া,নিজ বাড়িতে প্রবেশন কর্মকর্তার অধীনে থাকতে হবে। সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে হবে। কোনো প্রকার অপরাধের সাথে জড়ানো যাবেনা। মাদকের সংস্পর্শে যাওয়া যাবে না। দেশত্যাগ করতে পারবেন না ও ট্রাইব্যুনাল কিংবা আইন প্রয়োগকারী সংস্থা তলব করলে যথাসময়ে হাজির হতে হবে। আদেশ অমান্য করলে সাজা ভোগ করতে বাধ্য থাকতে হবে।

আরও খবর

🔝