gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে করোনাবিধি শিথিল
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর , ২০২১, ০৬:৩১:২২ পিএম
ক্রীড়া ডেস্ক::
1636633949.jpg
করোনার কারণে ক্রিকেটে মানা হচ্ছে কঠোর করোনাবিধি। বিদেশি দলগুলোর সফরে বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইনসহ ছিল বেশ কিছু নিয়ম। অবশেষে এই নিয়মে শিথিলতা আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।চলতি বিশ্বকাপ শেষে তিন টি-২০ ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৯ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই সফরে পাকিস্তানের জন্য শিথিল কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখছে বিসিবি।বাংলাদেশে আসার পর বাধ্যতামূলক রুম কোয়ারেন্টাইন করতে হবে পাকিস্তানকে। তবে দেশে প্রবেশের পর অবশ্যই করোনা পরীক্ষা করানো হবে পুরো দলের। সেখানে নেগেটিভ আসা ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন সিরিজের জন্য করা জৈব সুরক্ষা বলয়ে।বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকারের করা সবশেষ তালিকায় পাকিস্তান এবং আরব আমিরাত রয়েছে গ্রীন জোনে। তাই এ তালিকার ওপর নির্ভর করেই মূলত পাকিস্তান দলের জন্য কোনো রুম কোয়ারেন্টাইনের ব্যবস্থা রাখেনি বিসিবি।শুধু পাকিস্তান দলের জন্য নয়, স্বাগতিক বাংলাদেশের ক্রিকেটারদেরও কোনো রুম কোয়ারেন্টাইন করতে হবে না। তবে স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়ের অবশ্যই করোনা ভ্যাকসিনের দুই ডোজই নেওয়া থাকতে হবে। পাশাপাশি টিম হোটেলে প্রবেশের আগেও করানো হবে বাধ্যতামূলক করোনা পরীক্ষা।

আরও খবর

🔝