gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
প্রকাশ : রবিবার, ৭ নভেম্বর , ২০২১, ০৩:২৪:৫৩ পিএম
কাগজ ডেস্ক ::
1636277124.jpg
দেশজুড়ে তাপমাত্রা অনেকটাই উঠানামা করছে গত কয়েকদিন ধরে। ৫ নভেম্বর একদিন সিলেটের শ্রীমঙ্গলে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে টানা ১৩ দিন ধরে উত্তরের প্রন্তিক ও হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায়।গত ১১দিন টানা রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা লক্ষ্য করা গেলেও গত দুইদিন ধরে তেমন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না।আবহাওয়া অফিস বলছে, হিমালয় এ উপজেলার একেবারে কাছে হওয়ায় এখানে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসে। তবে দিনের তাপমাত্রা খানিকটা বেশি থাকলেও রাতের তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে। এতে করে আবহাওয়ার এক বিরূপ রূপ দেখা দিয়েছে পঞ্চগড় জেলায়।রোববার (৭ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ১১টার সারাদেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানায় আবহাওয়া অফিস। তবে একই দিন বেলা ১২টার সময় ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।আরও জানা যায়, গত ১ মাস ধরে এ জেলায় ৩০ ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে। দিন দিন তাপমাত্রা নিচের দিকে নামার কারণে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকার গরীব ও খেটে খাওয়া মানুষেরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পড়েছে চরম দুর্ভোগে।সরজমিনে ঘুরে দেখা যায়, প্রথম সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেছে। দিনের বেলা সূর্যের আলোর দেখা গেলেও রৌদ্রের পাশাপাশি খানিকটা হিমেল হাওয়া বইতে দেখা যায়। এছাড়া সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কনকনে শীত ও কুয়াশা পড়ে। তবে দিন দিন এ জেলায় তাপমাত্রা হ্রাস পাওয়ায় মানুষ ইতোমধ্যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গরম কাপড় পরিধান করতে শুরু করেছে।তেঁতুলিয়া সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে। হঠাৎ করে শীত অনুভূত হওয়ার কারণে আমরা গরম কাপড়ের আশ্রয় নিয়েছি। তবে যতোই দিন যাচ্ছে ততোই শীতের তীব্রতা ও কুয়াশা বাড়ছে।

আরও খবর

🔝