gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
রাজশাহীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও চরম ভোগান্তিতে মানুষ
প্রকাশ : শনিবার, ৬ নভেম্বর , ২০২১, ০৫:১৪:৩৪ পিএম
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো ::
1636197301.jpg
দ্বিতীয় দিনের মত রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট। হটাৎ বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন দুপাল্লার যাত্রীরা। ছোট ছোট যানবাহন গুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে যাত্রীদের কাছে থেকে। হালকা যানবাহনে আন্ত:রুটে যাত্রীরা চলাচল করলেও দুপাল্লার যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেকায়দায়। শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে ভিড় বেড়েছে রেল স্টেশনে।যাত্রীরা বলছেন, হঠাৎ করে পরিবহন ধর্মঘট ডাকা উচিত হয়নি। জ্বালানির দাম বাড়ার খবরে এরইমধ্যে বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।এদিকে ডিজেলের দাম বৃদ্ধির কারণে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘটের পালন করছে রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে ঢাকা কোচসহ দুরপাল্লা ও আন্ত:জেলার সকল রুটে বাসহ সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ডিজেলের দাম কমানো অথবা ভাড়া বৃদ্ধির বিষয়ে ঘোষণা না আাসা পর্যন্ত  এ ধর্মঘট চলবে বলে জানিয়েছেন রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।ডিজেল ও কেরসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। মাহাতাব হোসেন চৌধুরী বলেন, তেলের দাম বাড়ানো হলেও যানবাহনের ভাড়ার বিষয়ে কোন ঘোষণা আসানি। এ অবস্থায় আমরা বেশি ভাড়া নিতে চাইলে যাত্রীদের সাথে ঝামেলা হবে। তাই বাধ্য হয়ে বাস বন্ধ রাখতে হচ্ছে। ভাড়া বিষয়ে সিদ্ধান্ত আসার পর রান্তায় যানবাহন নামানো হবে।

আরও খবর

🔝