gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বিশ্বব্রক্ষ্মান্ড নিয়ে প্রাচ্যসংঘের বিষয়ভিত্তিক আলোচনা
প্রকাশ : শুক্রবার, ৫ নভেম্বর , ২০২১, ০৭:২২:২৬ পিএম
কাগজ সংবাদ:
1636120281.jpeg
বহুমাত্রিক জ্ঞান চর্চাকেন্দ্র প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে বিশ্বব্রক্ষ্মান্ড ও জগৎ সংসার নিয়ে অভিমত শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা ও বিশেষ সভা শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ১শ’৩৭ জন সদস্যের মধ্যে অধিকাংশ উপস্থিত ছিলেন। প্রাচ্য একাদেমীর হলরুমে অনুষ্ঠিত বিশেষ সভায় মূল আলোচক ছিলেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক বেনজীন খান। এ সময় উপস্থিত ছিলেন প্রাচ্যসংঘ যশোরের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ পলাশ, সাবেক সহসভাপতি মাহামুদুল করিম মামুন ও খবির উদ্দিন সুইট, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ জামান, নাট্যসংঘের পরিচালক অরুণ মজুমদার, সাহিত্যসংঘের পরিচালক সেলিম রেজা সেলিম, ফিল্মসংঘের পরিচালক তাপস কুমার বিশ্বাস, প্রাচ্যসংঘের সিনিয়র সদস্য বিশিষ্ট কবি কাসেদুজ্জামান  সেলিম, ফরিদা বারী পরাগ, কবি খসরু পারভেজ, প্রেসক্লাব যশোরের সহসভাপতি নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি ও দৈনিক গ্রামের কাগজের চিফ রিপোর্টার এম. আইউব,  প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবীর, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম সজল, প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আকছাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ। এই সভার শুরুতে বেলা ১২টায় সদস্যদের পরিচিতি পর্বের আয়োজন করা হয়। এর ফাঁকে ফাঁকে বিগত দিনে প্রাচ্যসংঘের আয়োজনে যে সমস্ত অনুষ্ঠানাদি হয়েছে সেই সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয় ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে। জুম্মার নামাজের বিরতি দিয়ে মধ্যাহ্নভোজের পরপরই শুরু হয় জ্ঞানচর্চা ভিত্তিক আলোচনা অনুষ্ঠান।প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক ও সাংবাদিক বেনজীন খান তার আলোচনার শুরুতে প্রাচ্যসংঘ কী, কী তার লক্ষ্য ও উদ্দেশ্য, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সদস্যদের অবহিত করেন। এরপর পৃথিবীর সৃষ্টি থেকে মানব সভ্যতার ক্রমবিকাশ সম্পর্কে নাতিদীর্ঘ বক্তৃতা করেন বেনজীন খান। এসময় তিনি ধর্ম ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় ভিত্তিক গবেষণামুলক তথ্য উপস্থাপন করেন। একই সাথে সৃষ্টির রহস্য উদঘাটন সম্পর্কিত একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞানের নানা তথ্য তুলে ধরেন। এসময় তিনি বিজ্ঞান ভিত্তিক ধর্ম চর্চার মাধ্যমে সৃষ্টির সেরা জীব মানুষের জ্ঞান চর্চার উপর আলোকপাত করেন এবং সকল মানুষকে ধর্ম দিয়ে নয়; তার কর্ম দিয়ে বিচার বিশ্লেষণ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে আগামী ২৬ নভেম্বর  প্রাচ্যসংঘ যশোরের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে নির্বাচনের ঘোষণা দেয়া হয়। নির্বাচনে ২১টি পদে কেবলমাত্র পুরাতন সদস্যরাই প্রার্থী হতে পারবেন। কোনো নতুন সদস্য নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে নির্বাচনে পুরাতন-নতুন মিলে ১শ’৩৬ জন সদস্য সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরও খবর

🔝