gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষস্থান যশোরের
প্রকাশ : শুক্রবার, ৫ নভেম্বর , ২০২১, ১২:১৬:২৩ এ এম
এসএম আরিফ :
1636049843.jpg
অনলাইন জন্ম নিবন্ধনের পর এবার জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়েও সারাদেশে প্রথম হয়েছে যশোর জেলা।গতমাসে অনলাইন জন্ম নিবন্ধনে প্রথম হলেও জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে যশোরের অবস্থান ছিলো তৃতীয়। এবার দুটি কার্যক্রমেই সবার শীর্ষে যশোর।  জেলার মধ্যে এ কার্যক্রমে উপজেলা ভিত্তিক প্রথম চৌগাছা, দ্বিতীয় কেশবপুর, তৃতীয় ঝিকরগাছা এরপর পর্যায়ক্রমে আছে মণিরামপুর, শার্শা, বাঘারপাড়া, সদর ও অভয়নগর। অক্টোবর মাসের অনলাইন নিবন্ধন বিষয়ক মাসিক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত।  জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটিকে আরও কার্যকর ও সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে যশোর জেলা প্রশাসন। এ বিষয়ে কেশবপুর উপজেলার কেশবপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দীন বলেন, চলতি বছরের জুলাই মাসে যশোরের অবস্থান খুলনা বিভাগে ছিলো দশম এবং সারাদেশে ৬৪তম। জুলাই মাসে দায়িত্বগ্রহণের পর থেকে স্থানীয় বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত নানা উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেন। তার নির্দেশনা মোতাবেক জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালানো হয়। জনগণকে উদ্বুদ্ধ করতে তিনি হাতে নেন বেশ কিছু উত্তম চর্চা। যার মধ্যে শিশু জন্মগ্রহণের সাথে সাথে অভিনন্দনপত্র ও উপহার সামগ্রী নিয়ে তাদের বাড়ি গিয়ে জন্ম নিবন্ধন করিয়ে ডিজিটাল সনদ প্রদান, কেউ মৃত্যু বরণ করলে তার বাড়িতে শোকবার্তাসহ ডিজিটাল মৃত্যু সনদ প্রদান উল্লেখযোগ্য। অল্প সময়ে তিনি সব ইউনিয়নে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে কোথাও কোথাও রাতেও এ রকম অনুষ্ঠান করেছেন। তার এ উদ্যোগের ফলে সারাদেশে আগস্ট মাসে দশম এবং সেপ্টেম্বরে তৃতীয় হয় যশোর ।সারাদেশের মধ্যে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধনে যশোর প্রথম হওয়ায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হুসাইন শওকত বলেন, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির ২৩২টি সূচকের মধ্যে ৭২টিই জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওপর নির্ভরশীল। এসডিজির লক্ষ্যমাত্রায় রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। তবে এর অনেক আগেই দ্রুততম সময়ের মধ্যে আমরা শতভাগ নিশ্চিত করবো বলে আশা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই প্রথম স্থান অর্জন। এটি একটি চলমান প্রক্রিয়া, আমাদের এ অর্জনকে ধরে রাখতে হবে।

আরও খবর

🔝