gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে দু’ কর্মচারী আহত
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ নভেম্বর , ২০২১, ০৮:০৫:৫৪ পিএম
কাগজ সংবাদ :
1636035640.jpg
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এতে হাসপাতালের দু’কর্মচারী আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। আহতরা হলেন,খুলনার শিপইয়ার্ড এলাকার আলী আহমেদের ছেলে কেরামত আলী (৩০) ও যশোর শহরের নীলগঞ্জ এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে পরিতোষ কুমার দাস।  বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি স্বাভাবিক করে।আহত পরিতোষ কুমার জানান, কেরামত আলী অক্সিজেন প্ল্যান্টের ভিতরে গিয়ে অক্সিজেন ভরছিলেন। তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় বিস্ফোরণটি ঘটে। এতে তার ডান হাতের একটি অংশ পুড়ে যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, করোনা  রোগীদের চিকিৎসার জন্যে হাসপাতালের ইয়োলোজোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়। বৃহস্পতিবার প্ল্যান্টের অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোসপাইপে বিস্ফোরণ ঘটে। এতে সরবরাহকারী  কেরামত আলীর ডান হাতটি পুড়ে গেছে। আরেকজনের ডান হাতের কিছু অংশ পুড়ে  গেছে। দু’জনকেই চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে জানান তিনি। এরপরই তারা মেরামতের কাজ সম্পন্ন করেছেন।

আরও খবর

🔝