gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
gramerkagoj
শূন্য হাতেই ফিরছে বাংলাদেশ

❒ টি-২০ বিশ্বকাপ

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ নভেম্বর , ২০২১, ০৭:২৫:৪৬ পিএম
ক্রীড়া ডেস্ক::
1636032399.jpg
সবচেয়ে বাজে পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিং ব্যর্থতায় কপালে জুটলো আরও একটি হার। সুপার টুয়েলভ পর্বে টানা পাঁচ হারের লজ্জার ষোলকলা পূর্ণ করলো মাহমুদউল্লাহ বাহিনী। শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে লাল সবুজ জার্সিধারীদের।বৃহস্পতিবার দুবাইয়ে সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে অল আউট হয়েছে মাত্র ৭৩ রানে, ১৫ ওভার খেলে। টি-২০’তে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর, আগেরটি ছিল ৭০ রানের। জবাবে অস্ট্রেলিয়া জয়ের বন্দরে পৌঁছায় ৮২ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে।জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং জুটি করেন ৫৮ রান। তাসকিনের বলে প্রথম উইকেট হারায় অজিরা। ২০ বলে দু’টি চার ও চারটি ছক্কায় ৪০ রান করে বিদায় নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। জয়ের কাছাকাছি গিয়ে আউট হন ডেভিড ওয়ার্নার। ১৪ বলে ১৮ রান করে তিনি হন শরিফুলের বলে বোল্ড। মিচেল মার্শ পাঁচ বলে ১৬ রানে থাকেন অপরাজিত।এর আগে দুবাইয়ে টস হেরে ব্যাট হাতে শুরুটা সেই হতাশা দিয়েই। টানা তিন ওভারে তিন উইকেট। দলের স্কোর বোর্ডে রান ১০। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই বিদায় নেন ওপেনার লিটন দাস। গোল্ডেন ডাক। প্রথম ওভারে লিটনের বিদায়ের পর দ্বিতীয় ওভারে আউট সৌম্য সরকার। লিটনের মতো তিনিও ‘প্লেড অন।’ আট বলে পাঁচ রান করে আউট সৌম্য।মুশফিক আউট হন তৃতীয় ওভারে। দুই বলে এক রান করেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে থিতু হওয়ার চেষ্টা করেন মোহাম্মদ নাঈম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিছুদূর যাওয়ার পর বিদায় নেন নাঈম। তিনি ১৬ বলে ১৭ রান করেন।অ্যাডাম জ্যাম্পা আক্রমণে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন আফিফ হোসেনকে শুণ্য রানে। এর পরের গল্পটা হতে পারত ভিন্ন। কিন্তু শেষের দিকে অজি স্পিনার অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে নাকাল ছিল বাংলাদেশ। শেষের পাঁটি উইকেটই নেন জাম্পা। অল্পের জন্য বাংলাদেশ নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে রেহাই পায়। মাত্র ১৫ ওভারে ৭৩ রানে অল আউট বাংলাদেশ। টি-২০’তে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০ রান।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে শামীম হোসেনের ব্যাট থেকে। বল খরচ করেন ১৮টি। পরের সবার রান ছিল দুই অঙ্কের নিচে। ১৮ বলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৬ রান। তিনজনের রান দশের উপরে। বাকি আটজন ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

আরও খবর

🔝