gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
সকল প্রতিষ্ঠান জনগণকে তথ্য জানাতে বাধ্য: বায়েছ মিয়া
প্রকাশ : মঙ্গলবার, ২ নভেম্বর , ২০২১, ০৫:০৬:০২ পিএম
কাগজ সংবাদ: :
1635851216.jpg
তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া বলেছেন, বাংলাদেশে ১২শ’ আইন আছে যার সবগুলো জনগণকে শাসন বা নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু একটি মাত্র আইন আছে যার মাধ্যমে জনগণ সরকারের কাছে জবাব চাইতে পারে। আর সেটি হলো তথ্য অধিকার আইন। এ আইন অনুযায়ী জনগণ তথ্য চাইলে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া সরকারি বেসরকারি কর্তৃপক্ষ সব তথ্য জনগণকে জানাতে বাধ্য। মঙ্গলবার বেলা ১১ টায় যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিৎ কুমার দাস প্রমুখ।

আরও খবর

🔝