gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুকনগরে নির্বচানী হাওয়া বইছে
প্রকাশ : সোমবার, ১ নভেম্বর , ২০২১, ০৮:২১:৪৯ পিএম
ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর, খুলনা:
1635776533.jpg
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নে বইছে নির্বচনী হাওয়া। হাটবাজার আর মোড়ে মোড়ে গ্রামগুলিতে ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। ব্যানার ফেস্টুন নিয়ে মটরসাইকযোগে ভোটযুদ্ধে নেমেছে প্রার্থিরা। ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোটপ্রার্থনা ও এলাকার উন্নয়নে নানাবিধ প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আটলীয়া ইউনিয়নের ক্ষমতাশীল দল আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় অ্যাড. প্রতাপ কুমার রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সরদার দৌলত হোসেন ও হেলাল উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর দিকে মাগুরাঘোনা ইউনিয়নে রফিকুল ইসলাম হেলাল আওয়ামীলীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐ ইউনিয়নে আব্দুল আজিজ স্বতন্ত্র, বিএনপির আশরাফুল, শহিদুর রহমান শহীদ, শফিকুল ইসলাম, চাউল ব্যবসায়ী আব্দুল আজিজ দু'টি ইউনিয়নে ১০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল প্রার্থীরা জয়ের জন্যে মাঠে নেমেছেন। তবে মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি মাস্টার নেছার উদ্দীন জানান, আমরা আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ের লক্ষে তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরা একসাথে কাজ করছি। অপরদিকে আটলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থিকে বিজয়ের জন্যে নেতাকর্মীরা একসাথে কাজ করছে।

আরও খবর

🔝