gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে: ডমিঙ্গো
প্রকাশ : সোমবার, ১ নভেম্বর , ২০২১, ০৭:৩৩:৫৩ পিএম
ক্রীড়া ডেস্ক::
1635773675.jpg
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে  বাংলাদেশ  মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুপার টুয়েলভে তিন ম্যাচে পরাজিত হয়ে ইতোমধ্যে বিশ্বকাপ শেষের পথে টাইগারদের। বাকি ম্যাচগুলো মাহমুদউল্লাহ রিয়াদদের জন্য এখন নিয়মরক্ষার ম্যাচ।  সোমবার দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, পরের বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।তিনি আরও বলেন, আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দুরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-২০ বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।আন্তর্জাতিক ক্রিকেটে ফলটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। গত এক বছরে আমরা টি-২০’তে বেশ কিছু জয় পেয়েছি, বড় সিরিজ জয় পেয়েছি। এখন সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে মাত্র দু’টি অল্প ব্যবধানের হারে দলকে যাচাই করা অনুচিত ও কঠোর সিদ্ধান্ত হবে। আমি মনে করি দল সামনের দিকে বড় পদক্ষেপ রেখেছে। আমাদের খুব ভাল কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে। তারা বড় দলের বিপক্ষে বড় পারফরম করেছে। আমার চোখে এখনও অনেক ইতিবাচক দিক আছে।সঙ্গে এটাও জানি যে অনেক নেতিবাচক দিকও আছে। নির্দিষ্ট ক্রিকেটার এবং কোচিং স্টাফদের কিছু কাজে নিয়ে সমালোচনা হচ্ছে। তবুও আমি বলবো দল বিশাল এগিয়েছে। ১১ মাস আগে আমরা ১১ নম্বর দল ছিলাম এখন আমরা টি-২০’তে ষষ্ঠ। বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

আরও খবর

🔝