gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মানবতার সেবায় এম্বুলেন্স সার্ভিস
প্রকাশ : সোমবার, ১ নভেম্বর , ২০২১, ০৪:৫৮:০৯ পিএম
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ::
1635764317.jpg
'জনতা জুট মিলস লিমিটেড' নামের একটি পাট কল ফরিদপুরের বোয়ালমারীতে মানবতার সেবায় এম্বুলেন্স সার্ভিস চালু করেছে। মিলটি উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত। যাকাতের অর্থ দ্বারা 'আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট' কর্তৃক পরিচালিত এই এম্বুলেন্স সার্ভিস উপজেলার অসহায় দরিদ্রদের বিনামূল্যে সেবা প্রদান করবে। সেই সাথে স্বচ্ছলদের অল্প খরচে এই সেবা প্রদান করবে।এম্বুলেন্সের চালক হিসেবে মো. আবু জর হোসেন এবং সুপারভাইজার হিসেবে মো. মামুন মিয়া এই মহতী সেবায় সার্বক্ষণিক (২৪x৭) নিয়োজিত থাকবেন। উপজেলার যেকোনো এলাকা থেকে অসুস্থ রোগীদের বাড়ি থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে এই এম্বুলেন্স সার্ভিস প্রদান করা হবে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার যেকোনো ক্লিনিকসমূহ এবং জেলা সদরের যেকোনো হাসপাতাল কিংবা ক্লিনিকসমূহে ভর্তি এবং চিকিৎসার জন্য আনা-নেওয়ার ক্ষেত্রে এই সুবিধাপ্রাপ্ত হবেন এলাকাবাসী।জনতা জুট মিলস লিমিটেডের আকিজ ওয়েলফেয়ার ট্রাস্টের এই হটলাইনে ০১৩২১-১৬ ০৬ ৩৯ ফোন দিয়ে দরিদ্ররা বিনামূল্যে এবং স্বচ্ছলরা স্বল্প খরচে চব্বিশ ঘণ্টা এম্বুলেন্স সেবা প্রাপ্ত হন।আকিজ ওয়েলফেয়ার ট্রাস্টের এসিস্ট্যান্ট অফিসার ইব্রাহীম খলিল বলেন, যাকাতের অর্থ দ্বারা আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত হয়। কোম্পানি এবং তার আশেপাশের এলাকার লোকেদের সেবার জন্য এই এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।এ সময় তিনি আরো বলেন, অসহায় দরিদ্রদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হবে। সেই সাথে স্বচ্ছলদের তুলনামূলক অল্প খরচে এই সেবা প্রদান করা হবে।

আরও খবর

🔝